News

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তার পদত্যাগ

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধানসহ চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এসব কর্মকর্তারা পদত্যাগ করেন।

এই চার কর্মকর্তা হলেন, ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন। তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পন করে পদত্যাগ করলেও গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ডেপুটি গভর্নরদেরকে স্ব স্ব পদে থেকে দায়িত্ব পালনে নির্দেশনা জারি করে।

এদিকে, আজ দুপুরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আল্টিমেটাম দেন অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি। এরপরই বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তারা পদত্যাগ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Related Blog

0
YOUR CART
  • No products in the cart.